প্রথম ফেসবুক পেজ

২০১২ এর পহেলা বৈশাখের আগের সন্ধ্যা। চারজন মিলে ঠিক করে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের ক্লায়েন্ট সহ পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন সকলের ফটোশ্যুট করবেন এদিন। ফটোশ্যুট নাহয় করলেন, তবে ছবিগুলি মানুষের কাছে পৌঁছানো তো দরকার। উপায় কী? তখন মাথায় কাজ করল, একটা ফেসবুক পেজ খুলে ফেললে কেমন হয়? তাদের চারজনের তোলা ছবিগুলি এখন থেকে সেখানেই আপলোড দেওয়া হবে। শুধু তাই নয়, তারা প্রতিনিয়ত যেই ওয়েডিং বা ইভেন্টের ছবি তুলছেন সেগুলোও তো আপলোড দেওয়া যায়। আর এতে করে সাধারণ মানুষও দেখতে পারবে কেমন ছবি তোলে এই গ্রুপটি। ব্যস, যেই চিন্তা সেই কাজ। সেই রাতেই খুলে ফেলা ড্রীম উইভারের ফেসবুক পেজ। প্রতিনিয়ত নিত্য নতুন আঙ্গিকে তোলা ছবি দিয়ে ভরপুর হতে হতে সেই পেজটির ফলোয়ার এখন সাড়ে আট লাখ ছুই ছুই। লাইক সংখ্যাও কাছাকাছি।