লোগো

একটা পরোটা, একটা ডালভাজি, কোক, আর সাথে এক প্যাকেট বেনসন সিগারেট। এই ছিল ড্রীম উইভার এর বর্তমান যে লোগো ব্যবহৃত হচ্ছে তা বানাবার পারিশ্রমিক। ২০১২ এর এপ্রিলে বানিয়ে দিয়েছিলেন যোবায়ের শুভ’র বন্ধু নাজমুস সাকিব। সফটওয়্যার এর কাজ ভাল পারেন বলেই কিনা, কম বেশি অনেকেই অনেক সময় তার কাছ থেকে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছিলেন। শুভরাও তাই। নতুন কাজ শুরু করছেন তারা, সাকিবের কাছে তাদের জন্য লোগো বানিয়ে দিতে তো ক্যাফের পরোটা আর ডালভাজিই অনেক! কে জানত সেই ড্রীম উইভার আজ এতটা বড় হবে!